০১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি, কার ভিত্তিমূল্য কত?

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১:৩০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের মাটিতে হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। নানা পরিবর্তন এবং দীর্ঘ রিটেনশন প্রক্রিয়া শেষে এবার এক নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এই নিলাম। এবারের এই নিলামের শর্ট লিস্টে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানসহ ১২ বাংলাদেশি ক্রিকেটার।

শুক্রবার (১৫ নভেম্বর) শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ওই লিস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

এবারের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

জানা গেছে, আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিন ব্যাপি নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।

এবারের আইপিএল নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য:

১. মুস্তাফিজুর রহমান- ফাস্ট বোলার সেট ৩- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি।
২. সাকিব আল হাসান- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৩. রিশাদ হোসেন- স্পিনার সেট ৩- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৪. লিটন দাস- উইকেটরক্ষক সেট ৪- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৫. তাওহীদ হৃদয়- ব্যাটার সেট ৫- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৬. তাসকিন আহমেদ- ফাস্ট বোলার সেট ৭- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৮. শরিফুল ইসলাম- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৯. তানজিম হাসান সাকিব- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১০. মেহেদী হাসান- অলরাউন্ডার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১১. হাসান মাহমুদ- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১২. নাহিদ রানা- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।

আইপিএল নিলামের শর্টলিস্টে ১২ বাংলাদেশি, কার ভিত্তিমূল্য কত?

প্রকাশিত ১১:৩০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের মাটিতে হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। নানা পরিবর্তন এবং দীর্ঘ রিটেনশন প্রক্রিয়া শেষে এবার এক নতুন আঙ্গিকে অনুষ্ঠিত হবে এই নিলাম। এবারের এই নিলামের শর্ট লিস্টে আছেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানসহ ১২ বাংলাদেশি ক্রিকেটার।

শুক্রবার (১৫ নভেম্বর) শর্টলিস্টে থাকা ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। ওই লিস্ট থেকে এসব তথ্য জানা গেছে।

এবারের নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান, রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

জানা গেছে, আগামী ২৪ নভেম্বর বেলা সাড়ে ১২ টায় আইপিএলের দুই দিন ব্যাপি নিলাম শুরু হবে। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের।

এবারের আইপিএল নিলামে ১২ বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য:

১. মুস্তাফিজুর রহমান- ফাস্ট বোলার সেট ৩- ভিত্তিমূল্য ২ কোটি ভারতীয় রুপি।
২. সাকিব আল হাসান- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৩. রিশাদ হোসেন- স্পিনার সেট ৩- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৪. লিটন দাস- উইকেটরক্ষক সেট ৪- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৫. তাওহীদ হৃদয়- ব্যাটার সেট ৫- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৬. তাসকিন আহমেদ- ফাস্ট বোলার সেট ৭- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি
৭. মেহেদী হাসান মিরাজ- অলরাউন্ডার সেট ৮- ভিত্তিমূল্য ১ কোটি ভারতীয় রুপি।
৮. শরিফুল ইসলাম- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
৯. তানজিম হাসান সাকিব- ফাস্ট বোলার সেট ৮- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১০. মেহেদী হাসান- অলরাউন্ডার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১১. হাসান মাহমুদ- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।
১২. নাহিদ রানা- ফাস্ট বোলার সেট ৯- ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি।