সম্প্রতি গুঞ্জন চলছে— ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমাটি অসম্পূর্ণ-ই থেকে যাচ্ছে। নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে কথা-কাজে মিল না হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন এ সুপারস্টার। তবে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন ‘রঙ্গনা’র পরিচালক।
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘পুরোটাই গুজব। আমাকেও কয়েকজন জানিয়েছেন বিষয়টি। এই গুজব যারা ছড়াচ্ছেন তারা কেন এটা করছেন, নাকি তাদের কেউ করাচ্ছেন— আমি নিশ্চিত নই। শুরুতে অনেকেই ছবিটি নিয়ে নেতিবাচক কথাবার্তা ছড়িয়েছিলেন। যেহেতু তারা জানেন, শিগগিরই ছবিটির কাজ শুরু হবে সেজন্যই হয়তো ফের গুজব ছড়াচ্ছেন।’
‘রঙ্গনা’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে শাবনূরকে। প্রথম দফার শুটিং শেষ। এখন অপেক্ষা দ্বিতীয় দফার। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। শাবনূর ছাড়াও অভিনয়ে আছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশারস প্রমুখ।