সরকারি পৃষ্ঠপোষকতা নয়, একমাত্র সামাজিক সচেতনতাই পারে বাল্যবিবাহ বন্ধ করতে এই স্লোগানকে সামনে রেখে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচারাভিযান উপলক্ষ্যে বুধবার দুপুরের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ- এর সহযোগিতায়, আলোকিত কাশীপুর যুব সংগঠনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাইদুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সহঃ শিক্ষক আলমগীর হোসেন,শাহ্ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুছ আলী, হাবিবুর রহমান হাবিব,এমজেএসকেএস-এর এইচআরএসআর টেকনিক্যাল অফিসার প্রতিমা রায়,কাশীপুর যুব সংগঠনের সভাপতি আনিছুর রহমান সহ আরো অনেক।
বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল জয় লাভ করে এবং সেরা বক্তা হিসেবে প্রথম স্থান অধিকার করে মেহেরুন্নেসা মোহনা।