পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিনকে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ১০৭ বোতল ফেনসিডিল চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধারের পর তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় পঞ্চগড় ১৮ বিজিবির ভুতিপুকুর বিওপির সদস্য, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ সদস্য ও তাদের গাড়িগুলো স্থানীয় হাজারো মানুষ অবরুদ্ধ করে রাখেন। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর সীমান্তের ভাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিনের বাড়িতে মাদক আছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ বাড়ি ঘেরাও করে। পরে বিজিবি বাড়িতে প্রবেশ করে চেয়ারম্যানের শোবার ঘর থেকে একটি বস্তায় ১০৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং চেয়ারম্যানকে আটক করে গাড়িতে তোলে ভুতিপুকুর বিজিবি ক্যাম্পে নিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে চেয়ারম্যানকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে হাজারো মানুষ চেয়ারম্যানকে বিজিবির গাড়ি থেকে ছিনিয়ে নেয়। সেইসঙ্গে বিজিবি ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পাশাপাশি পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে তারা।
খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, সদস্যসচিব রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে যান। স্থানীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তদন্তপূর্বক এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। ফেনসিডিল নিয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।