রঞ্জিত-কোয়েল মল্লিকের ভক্তরা মনমরা হয়ে বসেছিলেন। কেননা আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পূজা হচ্ছে না মল্লিক বাড়িতে। এটিই ছিল তাদের মন খারাপের কারণ।
দেবীপক্ষের শুরুতেই সে মন খারাপের আমেজ উবে কর্পূরের মতো। শূন্যস্থান পূরণ করে আনন্দ। এর কারণ, সেসময় খবর আসে, ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক। এবার নতুন অতিথি ঘরে এলো। আজ শনিবার সামাজিক মাধ্যমে কোয়েল ও তার স্বামী নিসপাল সিংহ খবরটি ভাগ করে নিয়েছেন। কন্যা সন্তান জন্ম দিয়েছেন তিনি।
এদিকে কোয়েলের মা হওয়ার খবর শুনে বিনোদন দুনিয়ার তারকারা উচ্ছ্বসিত। গত বছর প্রযোজক-অভিনেতা জিৎ দ্বিতীয় বার বাবা হয়েছেন। তার ঘরে পুত্র এসেছে। কোয়েলের কোলে মেয়ে আসতেই তিনি খুশি।
নিসপাল-কোয়েলের ভাগ করে নেওয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন তার অধিকাংশ হিট ছবির নায়িকাকে। সমাজমাধ্যমেই সদ্যোজাত এবং কোয়েলকে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারও এক পুত্রের পর এক কন্যা। স্বাভাবিকভাবেই কোয়েলের খুশি অনুভব করতে পারছেন তিনি।
২০২০ সালের করোনা মহামারির মধ্যে পুত্র সন্তানের মা হন কোয়েল। ছেলে কবীরের বয়স এখন সাড়ে চার। এবার নতুন অতিথির আগমন। আর তাতেই উচ্ছ্বসিত অনুরাগীরা।