বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে জাতীয় পার্টির পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করায় পুলিশ প্রধানের সঙ্গে রংপুরে আসা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় পার্টি কার্যালয়ে নগরীর ৩৩ জেলা ও সংগঠনের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
দলীয় চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টির উচিত সরজি ও হাসনাতের রংপুরে আসার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা এবং বর্তমানে যে কর্মসূচিতে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে তা থেকে সরে আসা।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি পার্টি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রপতি ইস্যুতে দেশের পরিস্থিতি উত্তপ্ত। এমতাবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। আমরা গঠনমূলক পদক্ষেপ নিতে থাকব। জাতীয় পার্টির যে কোনো ঘটনা মোকাবিলার শক্তি ও সামর্থ্য আছে বলে আশা করি। বৈঠক শেষে জাতীয় পার্টির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করেন।
উল্লেখ্য, শনিবার পুলিশ প্রধানের সঙ্গে সমন্বয়কারী সরজিস আলম ও হাসনাত আবদুল্লাহ রংপুরে আসার কথা রয়েছে।