বাংলাদেশ দলের অন্দরমহলে গুমোটভাবটা পুরোপুরি কেটে গেছে। দলকে ঘিরে নানা বিধি নেতিবাচক খবর চাউর হলে কী হবে; সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুনদের মধ্যে বন্ধনটা অটুটই আছে। তাই তো হিমালয়ের দেশ নেপালে আসার পর পর্বতসমান চাপও তারা এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাঠমান্ডুর কালিমাটির সলটি হোটেলে খানিক সময় কাটিয়ে বাংলাদেশ দলের ভেতরের ছবিটা আঁচ করা গেছে। এই হোটেলই এবারের সাফে অংশ নেওয়া ৭ দলের নিবাস। গতকাল দুপুর নাগাদ হোটেলে পৌঁছতেই স্বাগতিক নেপাল দলকে দশরথ রঙ্গশালার উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। আর লবিতে ঢুকতেই দেখা মিলে শ্রীলঙ্কা দলের। মাঠের উদ্দেশে যাত্রার আগে তারা তখন প্রার্থনায় ব্যস্ত।
নেপাল ও শ্রীলঙ্কা দল গতকাল সন্ধ্যায় ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে চোখ ছিল বাংলাদেশ দলের। কারণ এই ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল, কোন দলকে বাংলাদেশ পাবে প্রতিপক্ষ হিসেবে। সেখানে তারা পেয়েছে ভুটানকে। নেপাল ও শ্রীলঙ্কা দল হোটেল ছাড়ার পর লবিতে এলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। অপেক্ষমান বাংলাদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে তিনি চলে যাওয়ার পর এলেন কৃষ্ণা রানী সরকার। দুজনের চলন-বলন আর কথাবার্তায় উত্তুঙ্গ আত্মবিশ্বাস।