০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হল প্রায়৯ ঘন্টা পর

  • Reporter Name
  • প্রকাশিত ০১:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এরই মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনের ৬টি বগি উদ্ধার করা হয়েছে৷

জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা দেরিতে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া তিস্তা ও এগারসিন্ধুও বিলম্বে ঢাকা ছেড়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেসের উদ্ধারকাজ শেষ হয়েছে। আপ-ডাউন লাইন দুটিই ঠিক হয়েছে। কিন্তু পঞ্চগড় এক্সপ্রেসের কোচগুলো উদ্ধার করে রাখার কারণে ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লাইন বন্ধ থাকায় ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করা হয়েছে৷ বগিগুলো উদ্ধারের পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এজন্য মূলত অন্য ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে শুক্রবার সারাদিন লেগে যাবে বলে জানান তিনি।

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হল প্রায়৯ ঘন্টা পর

প্রকাশিত ০১:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষে ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

তবে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা দেরিতে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এরই মধ্যে লাইনচ্যুত হওয়া ট্রেনের ৬টি বগি উদ্ধার করা হয়েছে৷

জানা গেছে, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা থাকলেও আড়াই ঘণ্টা দেরিতে সকাল ৯টা ৩৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া তিস্তা ও এগারসিন্ধুও বিলম্বে ঢাকা ছেড়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, পঞ্চগড় এক্সপ্রেসের উদ্ধারকাজ শেষ হয়েছে। আপ-ডাউন লাইন দুটিই ঠিক হয়েছে। কিন্তু পঞ্চগড় এক্সপ্রেসের কোচগুলো উদ্ধার করে রাখার কারণে ১, ২, ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লাইন বন্ধ থাকায় ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের ৬টি বগি উদ্ধার করা হয়েছে৷ বগিগুলো উদ্ধারের পরে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পঞ্চগড় এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এজন্য মূলত অন্য ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে শুক্রবার সারাদিন লেগে যাবে বলে জানান তিনি।