নীলফামারীর কিশোরগঞ্জে জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের তিনটি বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী অংশ নেয়।
বিকেলে প্রধান অতিথি থেকে প্রতিযোগিদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।