গেল ২৯ মার্চ ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিনে ‘জংলি’ সিনেমার পোস্টার প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা এম রাহিম।
সবার মনোযোগ নিজের দিকে নিয়ে জানিয়েছিলেন কোরবানি ঈদে দেখা হচ্ছে সিনেমা হলে। কিন্তু নির্ধারিত সময়ের পর পাঁচ মাস চলে গেলেও সিয়ামের ‘জংলি’ রূপ কেউ দেখেননি। একই অবস্থা আরিফিন শুভ অভিনীত ‘নীল চক্র’ এবং আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’-এর। গেল রোজার ঈদে ‘এশা মার্ডার: কর্মফল’-এর মুক্তির কথা থাকলেও পরে জানানো হয় কোরবানি ঈদের কথা। কিন্তু পিছিয়ে যায় ছবিটি। অন্যদিকে ‘জংলি’র সঙ্গে আসি আসি করেও আর আসেনি ‘নীল চক্র’।
কবে মুক্তি পাচ্ছে ছবিগুলো— জানতে যোগাযোগ করা হয় সংশ্লিষ্টদের সঙ্গে। ‘জংলি’র মুক্তি প্রসঙ্গে ঢাকা মেইলকে সিয়াম বলেন, ‘আমরা সব প্রস্তুত করছি। আনুষ্ঠানিকভাবে জানাব আশা করছি।’ এর আগে কিছু বলতে চান না সিয়াম। তার কথায়, ‘আমাদের টিম একটি সুন্দর জিনিস তৈরি করছে। ঘোষণার মাধ্যমেই জানাব।’ এদিকে নতুন বছরের কয়েক মাস পর রোজার ঈদ। ঈদে মুক্তির সম্ভাবনা আছে জানিয়ে ‘এশা মার্ডার: কর্মফল’-এর পরিচালক সানি সানোয়ার বলেন, ‘আমাদের দুই দিনের শুটিং বাকি ছিল। আগস্টে করার পরিকল্পনা ছিল। আর্টিস্টদের ডেটও নেওয়া ছিল। কিন্তু সম্ভব হয়নি। এখন নতুন করে তারিখ করার চেষ্টা করছি। আশা আছে জানুয়ারির দিকে করব। যদি পারি তাহলে মুক্তির তারিখ ঘোষণা করব। কাজটি পোস্ট প্রডাকশনসহ সব কাজ শেষ করতে পারলে ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে।’
‘নীল চক্র’ সিনেমার পরিচালক মিঠু খান আছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়। তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি ঠিক হওয়ার অপেক্ষায় আছি। সার্বিক পরিস্থিতি অনুকূলে নেই। অস্থিরতা বিরাজমান। সেকারণেই এই অপেক্ষা।’
দিনক্ষণ ঠিক না হলেও আসছে বছর মুক্তি নিশ্চিত উল্লেখ করে পরিচালক বলেন, ‘ইচ্ছা তো করে সবার সঙ্গে ঈদে মুক্তি দেওয়ার। কিন্তু এখনও তারিখ নির্ধারণ করিনি। কেননা আমার প্রযোজকরা সবকিছু বিবেচনা করে ঝুঁকি নিতে চাইছেন না। তবে আগামী বছর মুক্তি পাবে এটা নিশ্চিত। এমনও হতে পারে বাইরে মুক্তির পর দেশে আসতে পারে। এরইমধ্যে প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে হয়েছে। ওই জায়গা থেকে আগে ওখানেও মুক্তির সম্ভাবনা আছে।’
‘নীল চক্র’ সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।
‘জংলি’ ছবিতে সিয়াম ছাড়াও আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ‘এশা মার্ডার: কর্মফল’-এ বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ প্রমুখ।