রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও আওয়ামীলীগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর।
বুধবার (২৩ অক্টোবর) বিকালে শহরের লালবাগ এলাকা থেকে এলকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি রংপুরের শহরের লালবাগ হয়ে খামার মোড়, চারতলা মোড়,শাপলা চত্বর, গ্রান্ড হোটেল,প্রেসক্লাব চত্বর,জাহাজ কোম্পানিসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের মিছিলটিতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
‘দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ’ ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছার”দড়ি ধরে মারো টান,চুপ্পু হবে খান খান’ ‘চুপ্পুর কালো হাত,ভেঙে দাও গুড়িয়ে দাও’ ‘মুজিববাদ নিপাত যাক,ইনকিলাব জিন্দাবাদ’ ‘ছাত্রলীগের দুই গালে,জুতা মারো তালে তালে’ ‘একটা দুইটা লীগ ধর ,ধইরা ধইরা বস্তায় ভর’ ‘নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ’ সহ প্রভৃতি স্লোগান দেয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, আলী হোসাইন, নাহিদ হাসান খন্দকার,ডা. জামিল প্রমুখ।

এসময় তারা বলেন, ১৬ বছর লীগের রাজত্বরে দেশের প্রতিটি জায়গায় সরকারি,বেসরকারি অফিসগুলোতে তাদের ফ্যাসিবাদী কর্মকান্ড চালু রেখেছিল। হাসিনা পালালেও তার দোসররা এখনো তা অব্যাহত রাখার অপচেষ্টা করার পায়তারা করছে। ঠিক এমনি মহামান্যর আসনে বসে তা করার চেষ্টা চালাচ্ছে চুপ্পু। চুপ্পুকে অনতিবিলম্বে চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে সড়াতে হবে। স্বৈরশাসকের প্রডাক্ট এই চুপ্পু রাষ্ট্র এবং জনগণের জন্য হুমকি।
আওয়ামীলীগ-ছাত্রলীগসহ এদের সকল অঙ্গ সংগঠনকে দ্রুত সময়ের মধ্যে গণহত্যার দ্বায়ে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি বাংলার ছাত্র-জনতা মেনে নেবে না৷