০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হরিপুরে বীজ পেঁয়াজ কেজি ৩০০ টাকা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফরিদপুরী দেশী বীজ পেঁয়াজ ৩০০ টাকা কেজি।

খাবার পেঁয়াজের দাম বৃদ্ধির পর এবার মাঠে রোপন করার দেশী বীজ পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ায় দিশাহারা হয়ে পড়েছে কৃষক। শুক্রবার বিকালে উপজেলার কালিগঞ্জ বাজরে এ চিত্র দেখা গেছে। বাজারে বীজ পেঁয়াজ কিনতে আসা উপজেলার মিনাপুর গ্রামের কৃষক বাবুল বলেন, এবার বীজ পেঁয়াজের দাম গত বারের চেয়ে দ্বিগুন। ৩০০ টাকা কেজিতে বীজ পেঁয়াজ নিলাম। গতবার এই বীজ পেঁয়াজের কেজি ছিল ১৫০ টাকা। আমরা কৃষক মানুষ প্রতিবছর অগ্রায়ণ মাসে মাঠের ধান কাটার পর সংসারের চাহিদা পুরণের জন্য এ সময় পেঁয়াজ রোপন করি। এবার বীজ পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ায় বিপাকে পরেছি। বর্গাচাষী কৃষক খালেক বলেন, বাজারে খাবার পেঁয়াজের যে দাম কিনে খেতে হিমশিম খাচ্ছি তাই এ সময় বাড়ির আশপাশে পতিত জমিতে পেঁয়াজ ও রসুন রোপন করার জন্য জমি প্রস্তুত করেছি কিন্ত বীজ পেঁয়াজের দাম শুনে দিশাহারা হয়ে পরেছি তা কি ভাবে কিনবো। বীজ পেঁয়াজ বিক্রিতা ব্যবসায়ী আব্বাস বলেন, এটা ফরিদপুরী দেশী বীজ পেঁয়াজ এটার দাম একটু বেশী তিনশত টাকা দরে বিক্রি করছি। উপজেলা কৃষি অফিসার রুবেল হুশেন বলেন, কৃষক এসময় এ বীজ পেঁয়াজ বড়ির আশপাশে পতিত জমি ও মাঠের ধান কাটার পর সংসারের চাহিদা পুরনের জন্য সল্প পরিমানে রোপন করে। এটা সাধারণত কাটে ও গোটা দুই ভাবে লাগানো যায় এটাকে মুড়ি কাটা বলা হয় এর আয়ুকাল দের থেকে দুই মাস ফলন ও ভালো হয়।

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হরিপুরে বীজ পেঁয়াজ কেজি ৩০০ টাকা

প্রকাশিত ০৭:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফরিদপুরী দেশী বীজ পেঁয়াজ ৩০০ টাকা কেজি।

খাবার পেঁয়াজের দাম বৃদ্ধির পর এবার মাঠে রোপন করার দেশী বীজ পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ায় দিশাহারা হয়ে পড়েছে কৃষক। শুক্রবার বিকালে উপজেলার কালিগঞ্জ বাজরে এ চিত্র দেখা গেছে। বাজারে বীজ পেঁয়াজ কিনতে আসা উপজেলার মিনাপুর গ্রামের কৃষক বাবুল বলেন, এবার বীজ পেঁয়াজের দাম গত বারের চেয়ে দ্বিগুন। ৩০০ টাকা কেজিতে বীজ পেঁয়াজ নিলাম। গতবার এই বীজ পেঁয়াজের কেজি ছিল ১৫০ টাকা। আমরা কৃষক মানুষ প্রতিবছর অগ্রায়ণ মাসে মাঠের ধান কাটার পর সংসারের চাহিদা পুরণের জন্য এ সময় পেঁয়াজ রোপন করি। এবার বীজ পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ায় বিপাকে পরেছি। বর্গাচাষী কৃষক খালেক বলেন, বাজারে খাবার পেঁয়াজের যে দাম কিনে খেতে হিমশিম খাচ্ছি তাই এ সময় বাড়ির আশপাশে পতিত জমিতে পেঁয়াজ ও রসুন রোপন করার জন্য জমি প্রস্তুত করেছি কিন্ত বীজ পেঁয়াজের দাম শুনে দিশাহারা হয়ে পরেছি তা কি ভাবে কিনবো। বীজ পেঁয়াজ বিক্রিতা ব্যবসায়ী আব্বাস বলেন, এটা ফরিদপুরী দেশী বীজ পেঁয়াজ এটার দাম একটু বেশী তিনশত টাকা দরে বিক্রি করছি। উপজেলা কৃষি অফিসার রুবেল হুশেন বলেন, কৃষক এসময় এ বীজ পেঁয়াজ বড়ির আশপাশে পতিত জমি ও মাঠের ধান কাটার পর সংসারের চাহিদা পুরনের জন্য সল্প পরিমানে রোপন করে। এটা সাধারণত কাটে ও গোটা দুই ভাবে লাগানো যায় এটাকে মুড়ি কাটা বলা হয় এর আয়ুকাল দের থেকে দুই মাস ফলন ও ভালো হয়।