স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থামিয়ে রাখেননি তিনি।
একাধিক পোস্টে হিনা সাফ জানিয়েছেন, শারীরিক অসুস্থতা থাকলেও তিনি কাজ চালিয়ে যাবেন। কাজই তার মন ভাল রাখে।
ক্যানসারের চিকিৎসা চলছে হিনার। কেমো নেয়ার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। এসবের মধ্যেই এবার হিনা পৌঁছে গেলেন ‘বিগবস ১৮’-তে।
‘বিগবস ১১’-তে নজর কেড়েছিলেন হিনা। একটুর জন্য জয়ী হতে পারেননি তিনি। সেই সিজনে জয়ী হয়েছিলেন শিল্পা শিন্দে। তবে দ্বিতীয় স্থানে থাকলেও প্রচারের আলোয় হিনাকেই বেশি দেখা গিয়েছিল। ফের সেই ‘বিগবস’-এ অভিনেত্রী। তবে ‘বিগবস’-এর অন্দরমহলে তিনি যাচ্ছেন না। সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডেই তাকে দেখা যাবে।
সালমান খানের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে হিনাকে। সেই মঞ্চ থেকেই ‘বিগবস’-এর ঘরের প্রতিযোগীদের সঙ্গে কথা বলবেন অভিনেত্রী। সহজেই অনুমান করা যায়, নিজের পূর্ব অভিজ্ঞতা প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।
কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে হিনা নিজেই ঘোষণা করেছিলেন, তিনি ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। ক্যানসারে আক্রান্ত হলেও কেন কাজ থেকে বিরতি নিচ্ছেন না, তা নিয়েও একটি পোস্ট করেছিলেন হিনা। জীবনের এই পর্বে বহু ক্যানসার আক্রান্তদের সঙ্গে তার দেখা হয়েছে এবং তারাই সাহস জুগিয়েছেন বলে জানান অভিনেত্রী।
হিনা লিখেছিলেন, ‘বহু ক্যানসার আক্রান্ত মানুষের সঙ্গে গত কয়েকদিনে আলাপ হয়েছে। কারও অবস্থা আমার থেকে ভাল। কারও অবস্থা আমার থেকেও খারাপ। কিন্তু যে ভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তা ই আমার কাছে অনুপ্রেরণা। কেমো নেয়ার পরে তারা লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন। তাও তাদের মুখে হাসি থাকে। কেউ কেউ চিকিৎসকের কাছে একাই আসেন। তার পরে অফিসে যান’ এই অভিজ্ঞতাগুলোই আরো সাহস জুগিয়েছে আমাকে বলেন হিনা।