আগামী দুদিন পর্যন্ত বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এ সময়ের মধ্যে রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং পছন্দ মতো নতুন কাউকে রাষ্ট্রপতির দায়িত্ব না দিলে আবারও আন্দোলনের নামার কথা জানিয়েছেন তারা।মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গভবনের এলাকায় অবস্থান নেয়া বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এসব কথা জানান দুই সমন্বয়ক।বিক্ষোভকারীদে উদ্দেশ্যে হাসনাত বলেন, ‘ষড়যন্ত্রকারী মো. সাহাবুদ্দিনকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি চূড়ান্ত হওয়ার আগে যদি এই রাষ্ট্রকে রাষ্ট্রপতিহীন করে ফেলা হয়, তাহলে বিদেশি শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠবে। আমরা তা হতে দেব না। তাই আগামী দুদিন বুধবার ও বৃহস্পতিবার সবার সঙ্গে কথা বলে এমন একজনকে রাষ্ট্রপতি করা হবে যাকে নিয়ে কোনো বির্তক থাকবে না। এরপর সাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করা হবে। এ জন্য আমাদের দুদিন সময় দিন।’
সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমরা ৪ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষণা দিয়েছিলাম। যেটা একদিন পর হওয়ার কথা ছিল। কিন্তু কৌশলগত কারণে মনে হয়েছে একদিনের জায়গায় দুদিন সময় দিলে ফ্যাসিস্ট সরকার চক্রান্তের সময় পাবে। আমাদের গ্রেফতারের পাশাপাশি পরিকল্পনা ধ্বংস করে দেবে। তাই ৩০ মিনিটের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে ৫ আগস্টই ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষণা দেয়া হয়। আর আমরা সফল হই।’তবে এবার পরিস্থিতি ভিন্ন জানিয়ে এই সমন্বয়ক বলেন, ‘একটি যুদ্ধে কৌশল হলো গুরুত্বপূর্ণ। আমরা গতকাল ফ্যাস্টিটের দোসর রাষ্ট্রপতির যে কথাটি শুনেছিলাম, তাতে আমাদের রক্ত টগবগিয়ে মাথায় উঠে যায়। এই রক্তের ক্ষত এখনও ভাসছে। আমরা যদি সিদ্ধান্ত নিয়ে এখনই তার পদত্যাগ করিয়ে ফেলি তাহলে রাষ্ট্রের বড় ক্ষতি হতে পারে।’