- Advertisement -
কাউনিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকার ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে কমিটির সভাপতি হিসেবে আরিফুল ইসলাম আরিফ ও ইসমাইল হোসেন বিপুকে সাধারণ সম্পাদক করে দুই সপ্তাহের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেয়া হয়েছে।
এ কমিটি বালাপাড়া ইউনিয়ন শাখা ছাত্রলীগকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১ বছর তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়।