- Advertisement -
কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা তথ্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা হুমায়ূন কবীর’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, জেলা সহকারী তথ্য কর্মকর্তা আলমগীর কবীর, প্রেসক্লাব সভাপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহমেদ প্রমূখ।
কর্মশালায় সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেয়।