- Advertisement -
নিজস্ব প্রতিবেদক:
কারমাইকেল কলেজের নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’ -এর ২৮ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠন কর্তৃপক্ষ জানিয়েছে- এদিন সকাল সাড়ে ৯ টায় কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা, সাড়ে দশটায় বাংলামঞ্চে আলোচনা সভা এবং দুপুর দুইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘নাট্য বীক্ষণে ধরা পড়ুক, সমাজের বিষাক্ত জীবাণু’ -স্লোগানে এগিয়ে চলা স্পন্দনের বর্ষপূর্তির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি থাকবেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আমজাদ হোসেন। এছাড়াও স্পন্দনের সভাপতি সাদিয়া কবীর ঐশির সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সংগঠনের উপদেষ্টা শিক্ষক ও প্রাক্তন সদস্যরা উপস্থিত থাকবেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান কলেজের সকল সাংস্কৃতিক সংগঠণসহ স্পন্দনের নবীন প্রবীণ সহযোদ্ধাদের পুরো আয়োজনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।